ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

যশোরে প্রাইভেটকারের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

যশোর বেনাপোলের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম।

নিহত মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২০) উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (২২) একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, রাসেল ও জাহিদ মোটরসাইকেলযোগে নাভারন থেকে বেনাপোলের দিকে  যাচ্ছিলেন। শার্শা স্টেডিয়ামের সামনে পৌঁছালে বেনাপোল অভিমুখি একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রাইভেটকারটির চালক বেনাপোলের দিকে দ্রুতগতিতে পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা ও শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ দু‍‍টি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি জব্দের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।