ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চৈত্রের গরমে হঠাৎ কুয়াশার ঘনঘটা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১১:২১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

চৈত্র মাসে শীতের প্রভাব কমে আসে এবং গরমের প্রভাব শুরু হয়। তবে এ বছর চিত্র ভিন্ন দেখা যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ীতে। এখনো ভোরের আকাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালেও উপজেলার বিভিন্ন এরাকায় ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল পরিবেশ। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত কুয়াশার তীব্রতা এতটাই ছিল যে, কিছু দূরত্বের বস্তু দেখতেও কষ্ট হচ্ছিল।

উপজেলার মাদিলাহাট, বারাই, আমডুঙ্গি, মেলাবাড়ীসহ বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। হালকা শীতের আমেজও অনুভূত হয়েছে। সাধারণত চৈত্র মাসে এমন আবহাওয়া পাওয়া যায় না।

উপজেলা কৃষি অফিস বলছে, দিনাজপুর থেকে হিমালয় কাছাকাছি হওয়ায় এখানে দীর্ঘ সময় ধরে শীতের আবহ বিরাজ করে। এবারও সেই প্রবণতা বজায় রয়েছে। এ কারণে এখানে এখনো শীতের অনুভূতি স্পষ্ট।

স্থানীয় কৃষকদের মতে, এ সময়ে সাধারণত আমের মুকুল ও ফসলের গাছগুলোতে গরম আবহাওয়ার প্রভাব পড়ে। তবে চলমান কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিছুটা হলেও ফসলের জন্য ভালো হতে পারে। যদিও দীর্ঘস্থায়ী কুয়াশা ফসলের ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা কৃষিবিদদের।

স্থানীয় বাসিন্দা এসএম নূরুজ্জামান জামান বলেন, এ সময়টাতে আমরা গরমের জন্য প্রস্তুত থাকি, কিন্তু এবার এখনো কুয়াশা দেখা যাচ্ছে। সকালে সরকারি কলেজ মাঠে খেলাধুলা করতে গেলে দুইদিন থেকে খেলার মাঠ ও রাস্তাঘাট কুয়াশাচ্ছন্ন থাকছে। ক্রিকেট খেলতে গেলে বল দেখা যাচ্ছে না স্বাভাবিক অবস্থার মতো। সকালে বের হলেই গায়ে চাদর জড়িয়ে যেতে হচ্ছে।

ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমান বলেন, সকালে যে কুয়াশা পড়ছে সেটা সচরাচর দেখা যায় না। সকালে ঘন কুয়াশা দেখা গেছে এটা আবহাওয়ার একটি ব্যতিক্রম রূপ।

দিনাজপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সোয়া ১০টা পর্যন্ত আজকের তাপমাত্রা আবহাওয়া অফিস থেকে জানানো।