পাবনা শহরের অনন্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাফাত (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) রাতে দক্ষিণ রাঘবপুর অনন্ত হরিজন কলোনির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত অন্তত এলাকার ওমর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়নের ইউপি সদস্য শহিদ মেম্বারের কিছু অনুসারীর সঙ্গে আরাফাতের বিরোধ চলছিল। বুধবার রাত ১০টার দিকে হরিজন কলোনির সামনে আরাফাতকে একা পেয়ে শহিদ মেম্বারের অনুসারীরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শহিদ মেম্বারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে আরাফাতের অনুসারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও তাদের মধ্যে ঝামেলা হয়েছে বলে জেনেছি। অভিযুক্তরা পলাতক। এখনো নিহতের পরিবারের পক্ষে থানায় অভিযোগ দায়ের করেনি।’
আপনার মতামত লিখুন :