কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন। বাংলাদেশি ভেবে জাহানুর ইসলাম (২০) নামে এক ভারতীয় নাগরিককে গুলি করে বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ নামাটারী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নামাটারী সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ এর কাছ দিয়ে ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশে মাদকসহ মালামাল পাচারের চেষ্টা চালায়। তাদের বাংলাদেশি ভেবে গিদালদাহ মরাকুটি ক্যাম্পে ও হরদিাস খামারের ধনিটারী বিএসএফ ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাবার বুলেট ছোড়ে, এতে ভারতীয় চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়। রাবার বুলেটে জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে।
দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন, তারা হলেন হারুন ও হাসান। এ সময় দৌড়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তারা এখন গোড়কমন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে এক ভারতীয় হামলাকারী নিহত হন। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।
আপনার মতামত লিখুন :