ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব তাড়াইল (ইউস্যাট) এর আয়োজনে কিশোরগঞ্জের তাড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় এলাকার ৩০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে সুনাম অক্ষুন্ন রেখে সাফল্যের স্বাক্ষর রেখেছেন সেইসব গুণিজনদের মধ্যে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটির একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ইয়ারুল কবীর (পিএইচডি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস এর লাইন ডাইরেক্টর ডা.মো:জয়নাল আবেদীন টিটো,নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ফেরদৌস ওয়াহিদ,তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম,ভাইস প্রেসিডেন্ট ফিনান্স এন্ড একাউন্টস (এফসিএ) হাবিবুর রহমান,এবি ফ্যাশন এর সত্বাধিকারী সিআইপি সানাউল হক বাবুল,জনপ্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব আবু হানিফ টিপু,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক আল-ফাহাদ ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সারওয়ার হোসেন লিটন,ভাইস চেয়ারম্যান সামার হোসেন সাকি,বিশিষ্ট সমাজসেবক কায়েম আহমেদ,করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম ভূঁইয়া জীবন,কিশোরগঞ্জ জেলা ও দায়রা আদালতের এডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ সুমন, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মতিউর রহমান, বিসিএস(সাধারন শিক্ষা) প্রভাষক নয়ন মিয়া,নরসিংদী জেলা ভেটেরিনারি সার্জন ডা.আনোয়ার হোসেন প্রমূখ।
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব তাড়াইল (ইউস্যাট) এর প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট আইসিডিডিআরবি`র ডাক্তার আশরাফুল হক বাবন জানান,বিগত ২০১০সালে মাত্র চারজন বন্ধু মিলে ইউস্যাট গঠন করেন।এলাকার মেধাবী শিক্ষার্থীদের এসএসসি- এইচএসসি পরবর্তী উচ্চ শিক্ষার জন্য দিকনির্দেশনা এবং আর্থিক সহ যাবতীয় সহযোগীতা করে আসছে ইউস্যাট।বর্তমানে ইউস্যাট একটি বিশাল পরিবার।
উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখা অতিথিগণ নিজ নিজ বক্তব্যে দু:খ-বেদনা এবং সাফল্য প্রকাশ করেন এবং এলাকার শিক্ষার্থীদের যে কোনও প্রয়োজনে যোগাযোগ করার জন্য উপদেশ দেন।