ময়মনসিংহের নান্দাইলে মিষ্টি আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। মিষ্টি আলু থেকে ভালো লাভের আশা করছেন তাঁরা।
অল্প খরচে ও কম পরিচর্যায় বেশি ফলন এবং অধিক লাভ হওয়ায় মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তাই আলু চাষে ঝুঁকছেন কৃষকরা।
কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় মিষ্টি আলুর চারা রোপণ। ফাল্গুন মাসের প্রথম দিকে থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ব হয়। চৈত্র ও বৈশাখ মাসে এখানকার মাঠে আবাদকৃত আলু তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। বীরবেতাগৈর, চরবেতাগৈর ও খারুয়া ইউনিয়নের চরাঞ্চলে মিষ্টি আলুর চাষ বেশী হয়েছে। সাধারণত বালু মাটিতে আলুর ফলন ভালো হয়।
সরেজমিন উপজেলার বীরকামট খালী, চরকামট খালী, চরউত্তরবন্দ গ্রামে গিয়ে দেখা গেছে, খেতজুড়ে দলবেঁধে মিষ্টি আলু তুলছেন কৃষকরা।
বীরকামট খালী গ্রামের কৃষক মো. চান মিয়া ১৫ শতক জমিতে, মকবুল ২৫ শতক, বাহার উদ্দিন ১০ শতক এবং ইলিয়াস ১৫ শতক জমিতে মিষ্টি আলু লাগিয়েছেন।
কৃষক মো. চান মিয়া বলেন,আমি ১৫ শতক জমিতে মিষ্টি আলু চাষ করছি। ভালো ফলন হয়েছে,তাই লাভবান হবো।১০ শতকে ২৫ থেকে ৩০ মন আলুর ফলন হবে বলে তিনি জানান।
মো. মকবুল হোসেন বলেন, আমি ২৫ শতক জমিতে মিষ্টি আলু লাগাইছি। আলুর বাম্পার ফলন হইছে। আমি খুশি।
মো.বাহার উদ্দিন ও ইলিয়াস মিয়া বলেন, প্রতিবছর মিষ্টি আলু চাষ করি। এবারো আলু লাগাইছি। আলু তুলতে শুরু করছি।ফলনও ভালো হইছে। আশা করছি লাভবন হইয়াম।
নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো আতিকুর রহমান বলেন, নান্দাইলের চরাঞ্চলে মিষ্টি আলু চাষ বেশী হয়ে থাকে। ফলনও বেশি হয়। মিষ্টি আলু চাষে পরিশ্রম কম ও লাভ বেশি।তাই কৃষকরা মিষ্টি আলু চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা বলেন, চলতি বছর উপজেলায় ৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। এবার মিষ্টি আলুর ফলন ভালো হয়েছে। এতে কৃষক লাভবান হবেন।
আপনার মতামত লিখুন :