শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

সিলেটে ছাত্রলীগের মিছিল ও লিফলেট বিতরণ, গ্রেপ্তার ৮

সিলেট ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৫:৫১ পিএম

সিলেটে ছাত্রলীগের মিছিল ও লিফলেট বিতরণ, গ্রেপ্তার ৮

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটে ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের দায়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট  মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, বুধবার নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল ও লিফলেট বিতরণ করে পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার (নং-২৫/০৫) বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-৩৭/০৫ অগ্রনী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা  ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০),  খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)  এবং নগরীর পাঠানটুলা লন্ডনী রোড এলাকার হাফিজ খাঁনের ছেলে শাফায়েত খান (২৬)।

জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ১৫-২০ জনের একটি দল মিছিল ও লিফলেট বিতরণ করে। এ সময় মহানগর  ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

পরে মিছিল ও লিফলেট বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

আরবি/আবু

Link copied!