ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

লালমনিরহাটে এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৬:৫১ পিএম
তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন- ছবি: সংগৃহীত

লালমনিরহাটের ঐতিহ্যেবাহী তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে।

এ উপলক্ষ্যে গতকাল বুধবার (২ মার্চ) এক ‘মিলন মেলা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়।

 

দিনব্যাপী এই আয়োজন গাইবান্ধা সুন্দরগঞ্জের আলী বাবা থিম পার্কে অনুষ্ঠিত হয়।  

এতে আয়োজক কমিটির  প্রেসিডেন্ট এএসএম রিয়াজুল ইসলাম (জুয়েল), সেক্রেটারি মো. আব্দুর  রশীদ, সদস্য পলাশ, সুজনসহ  কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আংগুর, উপজেলা বিএনপির সদস্য হুমায়ূন কবির বাবু, উপজেলা সেচ্ছাসেব দলের আহ্বায়ক জিএম তানভীর আলম সাবুসহ এসএসসি ৯৫ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।