ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ঘিওরে মারামারি, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৭:২৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওরে পবিত্র ঈদু-উল ফিতরের দিন থেকে শুরু করে ঈদ পরবর্তী তৃতীয় দিন পর্যন্ত মারামারির ঘটনায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৭ জনে।

এ ছাড়া সড়ক দূর্ঘটনা ও বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায়্ পথচারী সহ আহতের আরো সংখ্যা ৬ জন।

ঘিওর হাসপাতাল সূত্রে ঈদের দিন হতে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ জনের অধিক। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রেফার করা হয়েছে।

ঘিওর পঞ্চরাস্তা এলাকার মেঘ বালিকা রেস্টুরেন্ট এবং ঘিওর মাইলাগী এলাকার কুটুম বাড়ি রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট দর্শনার্থীদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে পহেলা বৈশাখ, ভেলেনটাইন-ডে থেকে শুরু করে দুটি ঈদ উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মাইলাগী সড়কে এবং ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বরংগাইল টু ঘিওর দৌলতপুর টু টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলা বটতলা এলাকার উত্তর দিকের ধলেশ্বরী নদীর উপর নির্মিত নতুন ব্রীজকে ঘিরে আঞ্চলিক মহাসড়কের উপর হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে এ দুটি জায়গা মুখরিত হয়ে ওঠে।

বাইক চালকরা প্রতিবছর নিজেরাও দুর্ঘটনার শিকার হয় এবং সাথে পথচারী দর্শনার্থীদেকেও দুর্ঘটনার কবলে ফেলে আহত করার ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ঈদের দিন ও পরের দিনের মারামারির ঘটনায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৭ জন।

থানা পুলিশের অপর্যাপ্ত লোকবলের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঘিওর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম।

এদিকে কাল শুক্রবার ঈদের চতুর্থ দিন ঈদ ছুটিতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভীড়ে অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াছিন খাতুন ।