ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চাঁদা না দেওয়ায় ৫০০ কলা গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:১০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় সারিসারি কাঁচা কলার কাঁদি কেটে বাগানে ফেলে গেছেন দুর্বৃত্তরা।

উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুরে ইসমাইল হোসেনের ১৭ বিঘা জমির ৫০০ কলাগাছ কেটে ফেলেন দুর্বৃত্তরা। যার আর্থিক ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলার মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের বিজয়পুর এলাকার ইসমাইল হোসেনের কলা বাগানে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেনের ওই ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা।

সরেজমিনে দেখা যায়, সারি সারি কাচা কলার কাঁদি কেটে বাগানে ফেলে গেছেন দুর্বৃত্তরা। এছাড়া, কিছু কলাগাছ কোপ দিয়ে কেটে রেখে গেছেন। ৩০০০টি গাছে কলা ছিল। সেখান থেকে প্রায় ৫০০ কলাসহ গাছ কেটে ফেলেছে।

বাগানের মালিক ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে দুলাল মেম্বার ও তাদের মাঝে পারিবারিক দ্বন্দ্ব চলছে। কিছুদিন আগে দুলাল মেম্বার আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে নানা ক্ষয়ক্ষতির হুমকি দিতে থাকে।

বৃহস্পতিবার সকালে হঠাৎ শুনতে পাই দুলাল মেম্বার ও তার ছেলেরাসহ আরও অজ্ঞাত লোকজন নিয়ে কলা বাগান কেটে ফেলছে। পরে আমি সেখানে গিয়ে দেখতে পাই তারা রামদা দিয়ে কলাগাছে এলোপাতাড়ি কাটছে। কখনো কলা গাছের মাঝে, কখনো কলার ছড়িতে কোপাতে থাকে। এতে করে আমার বাগানের ৫০০কলাগাছ কেটে ফেলে। আমি এর সঠিক বিচার চাই।

ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন আরও বলেন, আমি ১৭ বিঘা জমিতে কলা চাষ করেছি। ৩০০০টি গাছে কলা ছিল৷ এরমধ্যে ৫০০ গাছ কেটে ফেলেছে। বাকি গাছগুলোও কাটার পাঁয়তারা করছে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি সম্প্রতি কলা বিক্রি শুরু করতে চেয়েছি। সময়মতো কলা বিক্রি করতে পারলে ছয় থেকে সাত লাখ টাকায় বিক্রি করতে পারতাম। আমি জানি না কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবো।

অভিযুক্ত দুলাল মেম্বার বলেন, ওয়ারিশসূত্রে ওই জমি আমাদের। আমরা ওই জমি পরিষ্কার করে হলুদ লাগানোর প্রস্তুতি নিচ্ছি। আমরা কারও বাগান নষ্ট করিনি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, কৃষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।