শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১০:৩৭ পিএম

ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পৌর যুবদল নেতার একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের লোকজনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের প্রায় দশজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় পৌরসদরে অবস্থিত থানার সামনের এলাকায় এ ঘঠনাটি ঘটে।

সংঘর্ষ চলাকালে পৌরসদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান বুধবারে তার ফেসবুক ওয়ালে ‘রাজনীতি থেকে ভালো মানুষগুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে, শুধু নিম্ন শ্রেণি থেকে উঠে আসা দালাল এবং চামচাদের কারণে।’ -লিখে একটি স্ট্যাটাস দেন। 
সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মধ্যে মন্তব্যে মন্তব্যে বাক-বিতন্ডা শুরু হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে একে অন্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের আহ্বান করে৷

এরই প্রেক্ষিতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং প্রায় দু’পক্ষের ১০ জন আহত হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ বিষয়ে আমাদের টহল অব্যাহত রয়েছে৷

আরবি/জেডি

Link copied!