শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

মায়ের জানাজা শেষে সংঘর্ষে জড়াল বিএনপির দু’পক্ষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১১:২৯ পিএম

মায়ের জানাজা শেষে সংঘর্ষে জড়াল বিএনপির দু’পক্ষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপির সাবেক সভাপতি এহসান খানের মায়ের জানাজা শেষে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা এহসান খানের মায়ের মৃত্যুতে সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের শোকাহত ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া ও সরওয়ার জামাল নিজাম গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সবশেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিনের অনুসারী ও কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মুহাম্মদ ওসমান বলেন, ‘জানাজা পড়তে এসে হামলা চালানো হলে আমাদের তিনজন কর্মী আহত হয়েছেন। তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মুঠোফোনে বলেন, ‘জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার ব্যানার রেখে আমার ব্যানার ছিঁড়ে ফেললে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।’

এ ঘটনায় কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরিফ বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে পড়ে। ওই সময় আহত সাংবাদিকের ঘরেও গিয়েছি।’ তিনি আরও বলেন, এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!