শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বরগুনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:২৮ এএম

বরগুনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনু্ষ্ঠানে বরগুনা জেলা বিএনপি সহ বিভিন্ন সংগঠনের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে সরকারি কলেজ ছাত্রদল শাখার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য নজরুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, বরগুনা জেলা 

ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা মৎস দলের আহবায়ক মাইনুল ইসলাম মাইনুদ্দিন, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও 

বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি বেলাল হোসেন, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি একেএম রফিকুজ্জামান রফিক, বরগুনা সদর উপজেলা 

বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব এডভোকেট গাজী তৌহিদুর রহমান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মুরাদ খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস রেজবুল কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও 

বরগুনা সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস আতাউর রহমান বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের সহ সম্পাদক আসমা আজিজ, জেলা 

ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুুজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মুরাদুজ্জামান টিপন, 

সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এনামুল মোর্শেদ ফোরকান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহকারী এটর্নি জেনারেল আরিফুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক  সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহাগ, 

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রনি সহ প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!