শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই মিষ্টির দোকানে জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৮:১৫ এএম

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই মিষ্টির দোকানে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে তিন দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৯হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওজনে কম দেওয়া, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বেশি দামে বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডার, জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও মাস্টার সুইটস নামের তিন দোকান মালিকের এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি সদরে দই-মিষ্টির দোকানে অভিযান চালান নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। 

ওজনে কম দেওয়ার অপরাধে অজিত ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা, একই অপরাধে জনা ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করায় মাস্টার সুইটস নামের দই-মিষ্টির দোকানের ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা বা জনসাধারণ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরবি/আবু

Link copied!