ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, অস্ত্রসহ আটক ৪

খুলনা ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১১:০৩ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর শামসুর রহমান রোডের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

ওই বাড়ি থেকে তার ভাই ও বাবাসহ ৪ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে গ্রেনেড বাবুকে পাওয়া যায়নি। শুক্রবার (০৪ এপ্রিল) ভোরে এ অভিযান চালানো হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোটভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা।

পুলিশ জানায়, গ্রেনেড বাবুকে ধরার জন্য নগরীর ৭ ও ৮নং শামসুর রহমান রোডে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের বাড়িতে অভিযান চালানো হয়। তবে বাবু ও সোহাগকে পাওয়া যায়নি। 

ওই দুই বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি বাইনোকুলার, ১ বোতল বিদেশি মদ, নগদ ৩৮ লাখ ১৬ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়।

খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি চৌধুরী এবং তার পিতা মিন্টু চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। আর সৌরভ এবং সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়।