ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ টার্মিনালে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ, যাত্রীকে বেধড়ক মারধর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:১২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঈদে ফিরতি টিকিটের দাম বেশি নেওয়ায় জরুরি সেবায় ফোন ও সাংবাদিকের কাছে বক্তব্য দেন এক যাত্রী। পরে বাস ঝিনাইদহ টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের সামনে বেধড়ক মারধর করেন পরিবহন শ্রমিকরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে এ  ঘটনা ঘটে। তবে ওই যাত্রীর নাম পরিচয় যানা যায়নি।

ঢাকাগামী এক যাত্রী তাকরিমুজ্জামান বলেন, আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে শ্রমিকরা। আমাদের নিরাপত্তা কোথায়।

তিনি বলেন,  বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে শ্রমিকরা অভিযোগকারী যাত্রী ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে এক যাত্রী জরুরি সেবায় ফোন করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। কিছুক্ষণ পরে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

ঝিনাইদহ বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু জানান, আমাদের জেলার একজন এসিল্যান্ড তার বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না তা মনিটরিং করতে এসেছিলেন।

তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যারা দায়িত্বে আছেন তাদের মনঃক্ষুণ্ণ হয়। তারা তখন ভাবে ম্যাজিস্ট্রেট হয়তোবা জরিমানা করবে তখন উভয়ের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার ফলে বাস টার্মিনালে সমস্ত কাউন্টার বন্ধ হয়ে যায় এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারের মধ্যে অবস্থান করে।

তিনি আরও বলেন, যদি ভাড়া বেশি নেওয়া হয়ে থাকে প্রশাসন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু এলোমেলোভাবে এসে যদি জরিমানা করা হয় টার্মিনালের মালিক শ্রমিকরা ভুল বোঝার ফলে অনেক সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস মোবাইলে জানান, ঢাকা থেকে মেহেরপুরের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যেসব যাত্রীরা ঢাকায় যাচ্ছেন তাদের কাছ থেকেও তারা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটারিং করতে যাই।

তখন ম্যানেজার ও মালিকের সাথে কথা বললে তারা আমাদের বলেন, এটা আমাদের ভুল হয়েছে আমরা পরবর্তীতে ঠিক করে নেব। এ কথা বলে পাশের গোল্ডেন লাইনে গেলেই সবাই কাউন্টার বন্ধ করে টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে তাকে আমরা সেভ করি। কাউন্টারে শ্রমিকরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে বলে মন্তব্য করেন এসিল্যান্ড।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এর কাছে ফোন করলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে জানা নেই।