ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ডে মহাসড়কে অভিযান, মামলা ও জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০২:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ।

জানা যায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল ২৫) বিকালের দিকে উপজেলার ফৌজদারহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জাকারিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় নিয়মবহির্ভূতভাবে চলা বিভিন্ন যানবাহনকে ২১টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।দীর্ঘদিন ধরে কাগজ পত্রবিহীন একটি অ্যাম্বুলেন্সও ধরা পড়ে। 

বিধি বহির্ভূতভাবে চলায় সেটিকে ডাম্পিং পাঠানো হয়।এসময় বিআরটিএ-র কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের রুখতে মহাসড়কে বিশৃঙ্খলা ঠেকাতে অভিযান চলবে আরও কঠোরভাবে।

সড়কে নিয়ম ভাঙলে এবার আর রক্ষা নেই।এ অভিযান চলমান থাকবে।