ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ভারতে ওয়াকফ বিল পাস, হেফাজতের প্রতিবাদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:১৫ পিএম
প্রতীকি ছবি

ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (৪ এপ্রিল) হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তারই ধারাবাহিকতায় এবার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে তারা। এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের ওয়াকফ করা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম হয়েছে। মনে হচ্ছে, ভারত সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে। আমরা এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানাই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগে মুসলমানদের ধর্মীয় বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। অমুসলিমদের ইসলাম গ্রহণ ঠেকাতে ধর্মান্তরবিরোধী আইনও করা হয়েছে। ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্রস্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়েছে। এভাবে রাষ্ট্রীয় ও আইনি পন্থায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার।    

 

সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে ভারত চরম ব্যর্থ দাবি করে বিবৃতিতে বলা হয়, বিভিন্ন অজুহাতে রাষ্ট্রীয় মদদে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙার ঘটনা এখন দেশটিতে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে মুসলিমদের ধরে ধরে প্রায়ই হেনস্থা করা হয়। ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়। গরুর গোশত রাখার দায়ে মুসলিমদের পিটিয়ে মেরে ফেলা হয়।