পাবনা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা সার্কেল ও জেলা প্রশাসনের পক্ষে পাবনা-ঢাকা, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে মামলা ও জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর ও পাবনা-ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট, কে এম মামুনুর রশীদ বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রকারের ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলতাব হোসেন, মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম, জেলা ট্রাফিক পুলিশের এস আই মনির, জেলা প্রশাসনের পেসকার জয়ন্ত বসু, বিআরটিএ এর সহকারী মোটরযান পরিদর্শক সুজন রাজবংশী, এজামুল ইসলাম, তরিকুল ইসলামসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী।
আপনার মতামত লিখুন :