শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে হাতুড়িপেটা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৯:১৮ পিএম

মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে হাতুড়িপেটা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় নুরুল ইসলাম (৫২) নামক এক গ্রাম পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার আমতৈল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুরুল ইসলাম (৫২) উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। এ ঘটনার পর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সখীপুর থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন আমতৈল এলাকায় কয়েকজন মাদক সেবন করছেন বলে খবর পান। ঘটনাস্থল থেকে দূরে থাকায় তিনি স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল ইসলামকে বিষয়টি জানান এবং তাদের বাধা দিতে বলেন।

খবর পেয়ে নুরুল ইসলাম স্থানীয়দের নিয়ে গিয়ে মাদকসেবীদের বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা নুরুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।

গুরুতর আহত নুরুল ইসলামকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, হাতুড়ির আঘাতে তার কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় গ্রাম পুলিশ সদস্যের ছেলে নাজমুল হাসান বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরবি/জেডি

Link copied!