ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিরোধীকে ফাঁসাতে পূজা মণ্ডপের সামনে আগুন জ্বালিয়ে ৯৯৯-এ ফোন দিয়েও শেষ রক্ষা মেলেনি আমিনুল মোল্লার। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে খবর দাতা আমিনুলকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার জয়দিয়া গ্রামের হালদার পাড়ার পূজা মণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, গতকাল হালদার পাড়ার পূজা মণ্ডপের সামনে খোলা জায়গায় কিছু শুকনা বাঁশের কুঞ্চিতে আগুন ধরিয়ে দেয় ওই এলাকার আমিনুল মোল্লা।
গ্রাম্য কোন্দলে অন্যপক্ষকে ফাঁসাতে তিনি ৯৯৯-এ ফোনও দেন। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়। এসময় আমিনুল মোল্লাকে পূর্বের একটি মামলায় পুলিশ আটক করে। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোটচাঁদপুর ওসি কবির হোসেন মাতুব্বর জানান, গতকাল হালদার পাড়ার পূজা মণ্ডপের সামনে খোলা জায়গায় কিছু শুকনা বাঁশের কুঞ্চিতে আগুন ধরিয়ে দেয় ওই এলাকার আমিনুল মোল্লা। এ ব্যাপারে একটি জিডি হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।