শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

সড়কে উল্টে গেল গঙ্গা স্নানের পূণ্যার্থীদের বাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১২:০৮ এএম

সড়কে উল্টে গেল গঙ্গা স্নানের পূণ্যার্থীদের বাস

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষা শহীদ রফিক সেতুর উপরে যাত্রীবাহী বাস উল্টে গেছে

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গঙ্গা স্নানে অংশ নিতে বাসে করে যাচ্ছিলেন পূণ্যার্থীরা।  কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেই বাস।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টায় সাভার তেঁতুলঝোড়া এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষা শহীদ রফিক সেতুর উপরে ওই দুর্ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুত্বর আহত হোন বলে জানা গেছে।

ওই বাসের যাত্রী ছিলেন নিতাই চন্দ্র শীল (৪৮)।

 

তিনি রুপালী বাংলাদেশকে বলেন, মানিকগঞ্জের কালিবাড়ি মন্দির থেকে রওনা হয়ে নারায়নগঞ্জের নাঙ্গলবান্ধায় গঙ্গা স্নানে যাওয়ার জন্য (শুভযাত্রা পরিবহন) নামের বাসটি রিজার্ভ করা হয়।

‘মানিকগঞ্জের কালিবাড়ি থেকে রওনা দিয়ে পথিমধ্যে মিতরা, ঋষিপাড়া ও সিংগাইর থেকে আনুমানিক ৫০ জনের মতো গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম। হটাৎ করে বাসের সামনের চাকা পাংচার হয়ে বাসটি উল্টে যায়।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানাধীন ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সবুজ।

তিনি রুপালী বাংলাদেশকে বলেন, ‘বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হোননি।’

‘আপাতত ওই সড়কের হেমায়েতপুরগামী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। গাড়িটি সড়কের উপর থেকে সরানোর কাজ চলছে।’

আরবি/ফিজ

Link copied!