ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ওষুধ কেনা হলো না আছিয়ার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৯:০১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

ওষুধ কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৫৮) নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারের বাড়ির সামনে ওই  ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ বছরের নাতিকে সাথে নিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সাথে থাকা শিশুটি অক্ষত রয়েছে।

ঘাতক মাইক্রোবাসটি এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত বৃদ্ধা লেবুখালী ইউনিয়নের হারুন হাওলাদারের স্ত্রী। দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, লেবুখালী ও পটুয়াখালী সেতুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।