শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

মাছ ব্যবসায়ীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৯:০৯ এএম

মাছ ব্যবসায়ীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত

রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩১) ও আমিনুল ইসলাম (৩৩)। 

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আত্রাই থানার পার্শ্ববর্তী বাগমারা রাণশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।

এ সময় বাজারের উত্তেজিত জনতা মাদকাসক্ত আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। কিন্তু এর কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার লোক বাজারে এসে পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে।

ওসি জানান, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

আরবি/আবু

Link copied!