শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

বাঁশখালীর কালীপুর ইউনিয়ন জামায়াতের ‌‘ঈদ পুনর্মিলনী’

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১০:১০ এএম

বাঁশখালীর কালীপুর ইউনিয়ন জামায়াতের ‌‘ঈদ পুনর্মিলনী’

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার ৫নং ইউনিয়নের কালীপুর ইউনিয়নে ‌‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়। 


কালীপুর ইউনিয়ন আমীর এসএম নূরুল আমীনের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ আশরাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহাজাহান।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারি সেক্রেটারি ও বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাড. মুহাম্মদ নাছের, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল। 

বাঁশখালী উপজেলা নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ জোবাইর, বাঁশখালী উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, বাঁশখালী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী, বাঁশখালী উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক সেক্রেটারি ইঞ্জিঃ মাসুদ বিন বজল, বাঁশখালী উত্তরের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাসান, সাবেক সেক্রেটারি ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইয়াছিন, সাঈন উদ্দিন, ইফতেখার প্রমুখ।

আরবি/আবু

Link copied!