রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০১:২১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষ ও লাঙ্গলবন্দ পুণ্যস্নানে আসা পুণ্যার্থীরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন।  

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এতে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ভুক্তভোগী এক যাত্রী জানান, গাজারিয়া থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত আসতে প্রায় আধাঘণ্টা সময় লাগছে। এরপর লাঙ্গলবন্দ পর্যন্ত ধীরগতি থাকলেও গরমে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দেশের বিভিন্ন স্থান থেকে লাঙ্গলবন্দ পুণ্যস্নানে আসা পুণ্যার্থীরা বলছেন, গজারিয়া থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত আসতেই ঘণ্টাখানেক সময় লাগছে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই স্নান উৎসবে যোগ দিচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে। এ ছাড়া লাঙ্গলবন্দের পুণ্যস্নানে প্রচুর পুণ্যার্থী আসায় গাড়ির চাপ বাড়ছে। তাই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।

আরবি/শিতি

Link copied!