রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

সুজানগরে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০১:৩৫ পিএম

সুজানগরে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (০৫ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ ও ডুবুরি দলের সদস্যরা। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার মানিকুজ্জামান মানিকের মেয়ে মৌ আক্তার (১৯)। 

নিহত মৌ আক্তারের চাচা সোহরাব হোসেন জানান, মাত্র তিন মাস আগে তাদের বিয়ে হয়।

শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় পদ্মার চরে বেড়াতে যান অনেকই। চর থেকে ২০ থেকে ২৫ জনকে নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা পাড়ে ফিরছিল।

হঠাৎ নৌকটি ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হতে পারলেও সাঁতার না জানায় স্বামী স্ত্রী নিখোঁজ হয়।

খবর পেয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয়রা শুক্রবার থেকে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার ভোর থেকে রাজশাহী থেকে আসা ডুবুরিদলের সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। সকাল ১০টার দিকে নৌকা ডুবির আশপাশ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

 

আরবি/আবু

Link copied!