রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ঈদের ছুটিতেও ফুলবাড়ীয়া পরিবার পরিকল্পনা জরুরি সেবা চালু

ময়মনসিংহ ব্যুরো ও ফুলবাড়ীয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৪:২৫ পিএম

ঈদের ছুটিতেও ফুলবাড়ীয়া পরিবার পরিকল্পনা জরুরি সেবা চালু

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির দিনগুলোতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কেন্দ্রগুলোতে জরুরি সেবা চালু ছিল।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৯ দিন সরকারি ছুটি ছিল। গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতায় গর্ভকালীন সাধারণ সেবা, কিশোর ও  কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু ছিল।

উপজেলার ৩ টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বেশ কিছু নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সঙ্গে জরুরি সেবা সন্তোষ প্রকাশ করেছে।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিরঞ্জন দেবনাথ জানান, সরকারি জরুরি সেবা এই ঈদের বন্ধে অব্যাহত রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা আমরা সচেষ্টা রয়েছি। এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় তারা প্রসব সেবায় সচল থাকায় সন্তুষ্ট।

দেওখোলা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার বলেন, দেওখোলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে তিনটি নরমাল ডেলিভারি সম্পন্ন করেছি। পাশাপাশি অন্যান্য সকল সেবাও দিয়েছি।

এ সময় সম্পূর্ণ সেবা কার্যক্রম তদারকি করেছেন ফুলবাড়ীয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. এহতে শ্যামল হক। সকল কার্যক্রমের সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার বলেন, উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা চালু ছিল। দেওখোলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে গত ৩০ মার্চ একটি নরমাল ডেলিভারি হয়েছে। গত ৩ ও ৪ এপ্রিল আরও দুইটি নরমাল ডেলিভারি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!