নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মনিরুজ্জামান (৩৬) নামের এক যুবকের গোপনাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ১ নাম্বার ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন-মনিরুজ্জামানের স্ত্রী জামালপুর জেলার বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)।
পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় স্ত্রী ও তার প্রেমিক এমনটি করেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মনিরুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ছোয়াকে বিয়ে করেন মনিরুজ্জামান। তিনি আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসের সিনিয়র ম্যানেজার পদে চাকুরি করেন। চাকরির জন্য বাসায় থাকা হয় না মনিরুজ্জামানের। এ সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হয়।
অভিযুক্ত তৌহিদের সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জেনে যান মনিরুজ্জামান। গত ২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে স্ত্রী ছোয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেদিন রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে মনিরুজ্জামানকে অজ্ঞান করে ফেলেন ছোয়া। পরে তার গোপনাঙ্গ কেটে ফেলেন তিনি। পরে বাসায় থাকা টাকা ও মূল্যবান জিনিস নিয়ে চলে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘শুক্রবার সকালে ভুক্তভোগী স্বামী থানায় লিখিত অভিযোগ দেয়। আর রাতে স্ত্রী ও তার প্রেমিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’
ঘটনার দুই মাস পর অভিযোগ কেন জানতে চাইলে ভুক্তভোগী মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনার পর আমি দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলাম। কিছুটা সুস্থ হয়ে শুক্রবার সকালে অভিযোগ করি।’