রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ধানখেতে মিলল বৃদ্ধার মরদেহ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:১৯ পিএম

ধানখেতে মিলল বৃদ্ধার মরদেহ

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ধানখেত থেকে ফজিলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার  (৫ এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফজিলা বেগম উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ পায় না। এ সময় বৃদ্ধার ঘরের দরজা ও জানালা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি পাশের ধানের জমির পাশে ফজিলা বেগমের মরদেহ দেখতে পান। তার মুখ কাঁদা মাখানো ছিল। ডাকাডাকিতে আশপাশের লোকজন এগিয়ে আসে।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র তাকে হত্যা করে গলা, কানে ও হাতে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, ‘বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তার একটি কান কাটা ও নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাকে হত্যা করে গুম করার জন্য মরদেহ লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরবি/এসআর

Link copied!