রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক: পার্থ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৮:৩০ পিএম

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ- ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, ‘এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।’

শনিবার (৫ এপ্রিল) ভোলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

পার্থ বলেন, ‘ডক্টর ইউনূস বিশ্বের সম্পদ। বিশ্বে যে কয়েকজন ব্যক্তিত্বসম্পন্ন ব্যাক্তি রয়েছেন উনি তার মধ্যে অন্যতম। আমরা আশাকরি ডক্টর ইউনুস আমাদের দেশে ভালো কিছু নিয়ে আসবে।’ 

তিনি বলেন, ‘ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। জনগণের ভোট ধারা নির্বাচিত সরকার না। তবে জনগণের সরকার। এই সরকার যেন পরাজিত না হয়। সেজন্য এই সরকারের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার।’

তিনি আরও বলেন, ‘সংস্কার প্রয়োজন। তবে বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধির মাধ্যমে হয়। এজন্য আমরা ইউনুস সরকারকে সাহায্য করছি। যদি বড় বড় রাজনৈতিক দলগুলো একমত পোষণ করে তবে  ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদী।’

আরবি/ফিজ

Link copied!