যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ৭ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে একজনকে আটকও করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। আটক আসামী লিটন হোসেন (৩৩) যশোরের মনিরামপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ মোড়লের ছেলে। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত
একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল,
কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী
অভিযান পরিচালনা করে বিদেশি মদ, ফেনসিডিল, মোটরসাইকেল, হেলমেট, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৭ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা।
মোটরসাইকেলের মধ্যে বিশেষ কায়দায় ভারতীয় ফেনসিডিল পাচারের অভিযোগে লিটন হোসেন নামে একজনকে আটক করা হয়। জব্দ করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।