ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

শাহবাগে ফুলের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।