রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুলের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১১:৩৭ পিএম

ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুলের মৃত্যু

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই ও ভাতিজার হামলায় আহত শহিদুল বিশ্বাসের (৬০) মৃত্যু হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বাড়ির ভেতর দিয়ে পানি গড়ানোকে কেন্দ্র করে শহিদুল বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) এবং ভাতিজা সুইট (২৮) ও সিয়াম (২৫) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শহিদুল ও তার পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র, লাঠি, রড দিয়ে হামলা চালায়।

এতে শহিদুল বিশ্বাস গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহিদুল বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনার পরদিন ২৪ ফেব্রুয়ারি শহিদুল বিশ্বাসের আরেক ভাই আকবর আলী (৫১) বাদী হয়ে দৌলতপুর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। তবে অভিযুক্তরা জামিনে রয়েছেন।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে পারিবারিক বিরোধের জেরে আগেই একটি মামলা হয়েছে, যা তদন্তাধীন।

আরবি/এসআর

Link copied!