সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

উখিয়ায় দুপক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০১:০৯ পিএম

উখিয়ায় দুপক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় একটি মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় হামলা-পাল্টাহামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয় পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

আরবি/এসআর

Link copied!