সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে আশুলিয়ার এক কলেজছাত্রকে সাভারে ডেকে এনে হাত-পা বেঁধে মারধর করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।
গ্রেপ্তাররা হলেন- সাভারের আনন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে সাজেদুল ইসলাম সাদ (২৪) ও চট্টগ্রামের খুলশি থানার ডিজেল কলোনি এলাকার সৈয়ত মোহাম্মদ ইসমাইলের মেয়ে জান্নাতুল ফেরদৌস মায়া (২৬)।
এর আগে, সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদের দিন সন্ধ্যায় আশুলিয়ার মনোয়ার হোসেন পলাশ (২০) নামের এক কলেজছাত্রকে সাভারে ডেকে এনে অপহরণের পর আটকে রেখে হাত-পা বেঁধে মারধর ও উলঙ্গ করে নগ্ন ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। পরবর্তীতে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার কথা বলে ফোনে চাঁদা দাবি করেন তারা।
সাভার পৌরসভার মুক্তির মোড় তারাপুর মহল্লার প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আশিক ইকবাল বলেন, গ্রেপ্তার আসামিরা স্বামী ও স্ত্রী পরিচয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বয়সি মানুষকে জিম্মি করে বাণিজ্য করে আসছিল।
তিনি আরও বলেন, ভুক্তভোগী মনোয়ার হোসেন পলাশের মা পারুল আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় এক নারীসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গত শনিবার (৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে সাভার পৌর মুক্তির মোড় তারাপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাতক আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :