সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জে পিকআপ-বাসের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৪:২৯ পিএম

কিশোরগঞ্জে পিকআপ-বাসের সংঘর্ষে যুবক নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার বেতাল-মঠখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।

জানা যায়, কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় কটিয়াদী মঠখোলা সড়কে ভোররাতে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে একজন মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন হাসপাতালে এসে মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সঙ্গে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে৷ সঙ্গে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার ফোনও বন্ধ।

কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান রূপালী বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে৷

আরবি/এসআর

Link copied!