সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

মৃত মুরগি নিয়ে থানায় হাজির বৃদ্ধা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৫:৩৩ পিএম

মৃত মুরগি নিয়ে থানায় হাজির বৃদ্ধা

ছবি: রূপালী বাংলাদেশ

৫টি মৃত মুরগি নিয়ে থানায় হাজির হয়ে বিচার চেয়েছেন রাশিদা বেগম (৫৫) নামের এক নারী ভিক্ষুক। শনিবার (৫ এপ্রিল) বিকেলে তিনি সদর থানায় এসে বিচারের দাবি জানান।  ওই বৃদ্ধার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার গ্রামে।

বৃদ্ধা রাশিদা বেগম গণমাধ্যমকে জানান, তিনি অনেক যত্নে মুরগিগুলো লালন-পালন করছিলেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে তিনি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে বাড়ির পাশের একজনকে দেখতে বলে গ্রামে ভিক্ষা করতে বের হন। বাড়ি ফিরে দেখেন, তার ১১টি মুরগির প্রায় সব গুলোই মৃত অবস্থায় পড়ে আছে। কেউ শত্রুতা করে বা বিষ প্রয়োগ করে মুরগিগুলো মেরেছে বলে তিনি দাবি করছেন।

তিনি বলেন, ভিক্ষা করে এই মুরগিগুলো কিনেছি, কিন্তু কে এই মুরগিগুলো মেরে ফেলেছে বুঝতে পারছি না। আমার এই মুরগি কয়টাই ছিল আমার শেষ সম্বল। মুরগি ডিম পারতো সেগুলো বিক্রি করতাম। এবার আশা ছিল ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করার। আমি গরিব মানুষ। আমি এর সঠিক বিচার চাই। তাই মৃত ১১টি মুরগির ৫টি নিয়ে প্রমাণ দেখাতে থানায় এসেছি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী জানান, একজন অতি দরিদ্র নারী তার ৫টি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন। আমরা তার অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছি। প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

অভিযোগকারী নারীর সন্দেহ সহ সবদিক বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। মৃত মুরগিগুলোর ময়নাতদন্তের জন্য পশুসম্পদ বিভাগে পাঠানো হবে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!