ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর মুন্সিগঞ্জের সিরাজসিখানে শাহ আলম (৬৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুর দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা।
নিহত অটোরিকশাচালক শাহ আলম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।
স্বজনদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গেল বুধবার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মিলেনি। এতে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে।
সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :