ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

কটিয়াদীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৮:৪০ পিএম
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছে ৷

রোববার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা মহাসড়কে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটছে ৷ নিহত পান্ত চন্দ্র বর্মণ নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে ৷ 

জানা যায়, ভোররাতে একটি পিকআপ ভ্যান মঠখোলা হইতে কটিয়াদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেলপার প্রান্ত চন্দ্র বর্মনের মৃত্যু হয় ৷ পরে মরদেহ উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিহতের পারিবারের লোকজন খবর পেয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে এসে নিহতের মরদেহ সনাক্ত করেন।

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে ৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ ৷

কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কটিয়াদী-মঠখোলা মহাসড়কের মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।