মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মো. আজাদ, মহেশপুর

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৯:০৯ পিএম

আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ঘন্টাব্যাপী কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে মাঠিলা সীমান্তের শুন রেখায় এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা পতাকা বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএনএফ) হাতে আটক গোপালগঞ্জ জেলার ভোমড়াশুর গ্রামের তাপস বিশ্বাসের ছেলে র্তীথ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কামার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাসকে (১৫) বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেন।

মহেশপুরের মাঠিলা সীমান্তে ঘন্টাব্যাপী চলা পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএনএফ) ৫৯ ব্যাটালিয়নের রনঘাট কোম্পানী কমান্ডার এসি অভিষেক কুমার ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের মাঠিলা কোম্পানী কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান।

পরে বিজিবির সদস্যরা র্তীথ বিশ্বাস ও অরিন্দম বিশ্বাসকে মহেশপুর থানায় সোপর্দ করে।

আরবি/জেডআর

Link copied!