ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফেসবুকে ভাইরাল হওয়া গরীব মেধাবী ছাত্রের দায়িত্ব নিলেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ আবু তাহের।
কিছু দিন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোচনায় আসেন হরিপুর উপজেলা ৬নং ভাতুরিয়া ইউপির ঢাকদহ গোপালপুর গ্রামের মতিউর। ছোটবেলায় মা মারা যায়, বাবা ২য় বিয়ে করে খবর রাখে না মতিউরের। দাদি ভিক্ষা করে মতিউরকে পড়াশুনা চালাতেন কিছু দিন আগে সেই দাদিও মারা যায়, শুরু হয় মতিউরের মানবেতর জীবনযাপন।
অন্যের বাড়ীতে কাজ করে পড়া লেখা খরচ ও নিজের চাহিদা যোগান দিতে হিমশিম হচ্ছে তার। ভেঙ্গে পড়ার মতো খড়ের একটি ঘরে জীবনযাপন করছে সে। সেই ভাঙ্গা ঘর থেকে চালিয়ে যাচ্ছে স্বপ্ন পুরনের যুদ্ধ। পড়া লেখা করে তার স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্ত যার নুন আনতে পান্তা ফুরায় সে কি পারবে তার স্বপ্ন পুরন করতে।
মানবেতর জীবনযাপন মেধাবী ছাত্রের এমন একটি ঘটনা ফেসবুকে দেখে মানবতার হাত বাড়ীয়ে দেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।
রোববার সকাল ১০টায় নগদ অর্থ নিয়ে হাজির হয় মতিউর এর সেই স্বপ্নের ভাঙ্গা বাড়ীতে নগদ অর্থ মতিউরে হাতে তুলে দিয়ে তার স্বপ্ন পুরনের সব দায়িত্ব নেই এই নেতা।
আলহাজ মোঃ আবু তাহের বলেন, মতিউর এর স্বপ্ন পুরন করতে সব ধরনের সহযোগীতা করা হবে। মতিউর ডাক্তার হয়ে হরিপুর উপজেলাবাসীর চিকিৎসা করবেন এটাই আশা।
আপনার মতামত লিখুন :