বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

অ‌তি‌রিক্ত ভাড়া আদায়, যৌথবা‌হিনীর অ‌ভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১০:৩৯ পিএম

অ‌তি‌রিক্ত ভাড়া আদায়, যৌথবা‌হিনীর অ‌ভিযান

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপু‌রের শিবচ‌রে ঢাকা ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়ে‌তে ঢাকাগামী যাত্রী‌দের কা‌ছে অ‌তি‌রিক্ত ভাড়া আদায়ের অ‌ভি‌যো‌গে যৌথবা‌হিনীর অ‌ভিযান প‌রিচা‌লিত হয়ে‌ছে। রোববার (৬ এপ্রিল) বি‌কে‌লে পাচ্চর গোলচত্ত‌রে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

জানা যায়, রোববার সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে‌তে যানবাহ‌নের চাপ বাড়‌তে থা‌কে। যাত্রী চা‌পের অযুহা‌তে বাস চালক ও শ্রমিকরা বা‌সের ভাড়া বা‌ড়‌তি দাবি ক‌রেন।

এ সময় অ‌নেক যাত্রী প্রতিবাদ কর‌লেও বাস কর্তৃপক্ষ বিষয়‌টি কর্ণপাত ক‌রে না। এ বিষয় নি‌য়ে স্থানীয় এক সংবাদকর্মী সংবাদ সংগ্রহে গে‌লে শ্রমিক ও চালকরা ওই সাংবাদিক‌কে হেনস্থা ক‌রেন।

বিষয়‌টি উপ‌জেলা প্রশাস‌নের নজ‌রে এলে ইউএনও পারভীন খান‌মের নেতৃ‌ত্বে যৌথবাহিনী অ‌ভিযান চালায়। যৌথবা‌হিনীর অ‌ভিযান চলাকা‌লে বাস কর্তৃপক্ষ নির্ধা‌রিত ভাড়া আদায় ক‌রে।

পাঁচ্চর থেকে ঢাকাগামী যাত্রী তা‌মিম হো‌সেন ব‌লেন,  বাসে ওঠার কোনো উপায় নেই। সব সিট ভর্তি, দাঁড়িয়ে গেলেও গায়ে গায়ে ঠেসে যেতে হচ্ছে। তার ওপর ভাড়া দ্বিগুণ, ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়গুলো নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি।

আরবি/জেডআর

Link copied!