মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১০:৫৯ পিএম

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই লাল চাঁন (২২) মারা গেছেন। রোববার (৬ এপ্রিল) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। লাল চাঁন মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, পারিবারিক কহলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মাঝে তর্ক-বিতর্ক শুরু হলে লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন জালাল।

ওসি বলেন, ঘটনার পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরবি/জেডি

Link copied!