ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৪৮ এএম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের মেয়র চত্বর এলাকায় সুজন মিয়া (৩৫) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌর চত্বরের ভেতরে রাস্তায় বসা অবস্থায় সুজন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত সুজন মিয়ার বাড়ি শহরের খিদুর এলাকায়। সে মৌলভীবাজার জেলা বারের আইনজীবী।

এ ব্যাপারে মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, কে বা কারা তাকে আঘাত করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।