শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৯:৪২ এএম

নারায়ণগঞ্জের বন্দরে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে রনি (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রনি বন্দর উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সন্ধ্যায় এলাহিপল্লী মোড়ে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

নিহত রনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রনিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল এলাকাবাসী।

আরবি/এসআর

Link copied!