ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

বিনিয়োগের পরিবেশ দেখতে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান প্রতিনিধিরা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ ইতোমধ্যে আলো দেখতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা।

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রাম কেপিজেড পরিদর্শন করেন একদল কোরিয়ান বিনিয়োগকারী।

চট্টগ্রামের ব্যবসায়ীদের অভিমত, নতুন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে বদলে যাবে দেশের অর্থনীতি।

আজ সোমবার (৭ এপ্রিল) সকালে বিশেষ একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তারা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আনোয়ারার কোরিয়ান ইপিজেডের অব্যবহৃত জমিতে বিনিয়োগ করেত আগ্রহী কোরিয়ান এই প্রতিনিধি দল।

আড়াই হাজার একরের এ ইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে।

প্রতিনিধি দলের সাথে ইপিজেডের এক কর্মকর্তা জানান,  আমরা অপারেশনাল ইপিজেড। প্রাইভেট সেক্টরে একমাত্র ইপিজেড এটা।

১৫ জন ইনভেস্টর আছে এখানে।  নতুন বিনিয়োগকারীদের আমাদের অবস্থা দেখাতে এনেছি। সুযোগ সুবিধা সব দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চার দিনব্যাপী (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) এ বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন।

ফলে এ সম্মেলন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের অনেকের প্রশ্ন, বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কত মিলিয়ন বা বিলিয়ন ডলারের বিনিয়োগ গ্যারান্টি পেয়ে যাবে।