মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট, হাসপাতালে ভর্তি ৭

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০২:৪৪ পিএম

চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট, হাসপাতালে ভর্তি ৭

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে এক কৃষক পরিবারের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে শিশু ও নারীসহ ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ইদ্রিস সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

কৃষক ইদ্রিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে কৃষক ইদ্রিস সরদারের পরিবারের শিশু ও নারীসহ ৭ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও তাদের ঘুম না ভাঙায় প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকি করে ঘুম ভাঙান। পরে তারা ঘুম থেকে উঠে দেখতে পান দুর্বৃত্তরা দরজা ভেঙে বসতঘরে ঢুকে ধান বিক্রির নগদ গচ্ছিত ৭ লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। অসুস্থ হওয়ার কারণে পরে তাদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রতিবেশী মো. বেলাল জানান, দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কাজ করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/এসআর

Link copied!