ভেষজ ওষুধ খাইয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এই অভিযোগে কথিত কবিরাজ আনোয়ার হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী পারলা এলাকায় গাড়ির সিট (বসার আসন) মেরামত ও বাঁধাইয়ের কাজ করেন।
আসামি আনোয়ার হোসেন নেত্রকোনা পৌর শহরের পারলা এলাকার বাসিন্দা এবং হাজী মোহাম্মদ আকরাম হোসেনের ছেলে। তিনি নিজ বাড়িতে কবিরাজি তথা ভেষজ চিকিৎসা চর্চা করতেন।
থানা পুলিশ জানায়, গত রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ মার্চ সকালে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আনোয়ার চিকিৎসার কথা বলে তাকে একটি পানীয় খাওয়ান। এরপর তার শরীরে ঘুম ঘুম ভাব চলে এলে কবিরাজ ধর্ষণ করে। একইভাবে ২৪ ও ২৫ মার্চ পরপর আরও দুইদিন ওই গৃহবধূকে ধর্ষণ করে।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে গৃহবধূ নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি হন এবং সুস্থ হওয়ার পর গত ৪ এপ্রিল স্বামীর কাছে পুরো ঘটনা খুলে বলেন।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত অভিযোগ গ্রহণের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।