নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।
সোমবার সকালে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী রেজা রিপনের বয়স ছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এর আগে, ২০২১ সালের ৯ এপ্রিল তার স্ত্রী মিতা আহম্মেদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।
রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বাদ আছর বায়তুল নূর জামে মসজিদে তার জানাজার পর মাসদাইর সিটি কবরস্থানে তার মায়ের কবরে তাকে দাফন করা হয়।